শুভ্রতা

ঢাকার ভেতরে ডেলিভারী চার্জ সম্পূর্ণ ফ্রি! ঢাকার বাইরে মাত্র ৮০ টাকা।

logo - shuvrota 236x90

+880-1905-17-99-17

Live support

এজমা থেকে মুক্তির উপায় কি?

এজমা রোগটি কোন মরণব্যাধী রোগ নয়। মেডিক্যাল চিকিৎসার পাশাপাশি এজমা থেকে মুক্তির উপায় রয়েছে অনেক। এজমা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের দেশে নিতান্ত কম নয়। এমনকি পৃথিবীর অন্যান্য দেশেও এ রোগে আক্রান্ত রোগী অনেক। অনেকেই দীর্ঘদিন থেকে এজমায় ভুগছেন, অনেক ধরণের চিকিৎসা ও করেছেন, হয়তো ভালো ফল পাননি। তাদের জন্য আজ আমি এমন একটি এজমা রোগের ঘরোয়া চিকিৎসার কথা বলবো, সত্যিকার অর্থে খুব অল্পদিন এর চিকিৎসায় আপনি হয়ে উঠবেন ৯৯% এজমা মুক্ত।

কারণ এটি একটি পরীক্ষিত চিকিৎসা। অনেকেই এই এজমা রোগের চিকিৎসা ব্যবহার করে অসাধারণ ফল পেয়েছেন বলে আমি জানি। তাই আপনি নির্দ্বিধায় এই চিকিৎসাটি প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি নিরাশ হতে হবে না। কারণ এই চিকিৎসাটি সম্পূর্ণ ভেষজ। তাই এর কোনো পার্শ-প্রতিক্রিয়া নেই।

তবে রোগের শিফার জন্য ভরসা করতে হবে আল্লাহ-তায়ালার উপর। আর চিকিৎসা করতে হবে সুন্নত হিসেবে। কারণ রোগের শিফা ঔষধ দেয় না আল্লাহ-তায়ালা দেন

চলুন জানা যাক ঘরোয়া উপায়ে এজমা থেকে মুক্তির উপায়-

এজমা রোগের চিকিৎসার পথ্য তৈরিতে যা যা লাগবে

১. ১০০ গ্রাম দারুচিনি
২. ২৫০ গ্রাম খাঁটি মধু

কিভাবে প্রস্তুত করবেন

১. প্রথমে ১০০ গ্রাম দারুচিনি ছোট ছোট করে ভেঙে হালকা তাপে ভেজে বা টেলে নেবেন।
২. এরপর সমস্ত দারুচিনি শিল-পাটায় মিহি করে বেটে গুঁড়ো করে নেবেন
৩. এবার একটা পরিষ্কার কৌটা নিন, কৌটাতে সমস্ত দারুচিনির গুঁড়ো ঢালুন
৪. এবার দারুচিনির গুঁড়োর মধ্যে ২৫০ গ্রাম মধু ঢেলে একটা চামিচ দ্বারা চমৎকার করে মেশান

ব্যাস, তৈরী হয়ে গেলো এজমা রোগের পথ্য, পেয়ে গেলেন এজমা থেকে মুক্তির উপায়।

সেবন প্রণালী 

পরদিন রাতে শোবার পূর্বে ও সকালে খালি পেতে আধা চা-চামিচ পরিমান দারুচিনি ও মধুর মিশ্রণ খাবেন।
মাস-খানেক খেলেই আপনি আপনার রোগের উন্নতি বুঝতে পারবেন ইন্শাল্লাহ। যদি এক মাসে ভালো ফল না পান, আরো একমাস দৈনিক দুইবার এভাবে খেয়ে যাবেন।

বিশেষ কথা

এজমা থেকে মুক্তির উপায়-গুলোর মধ্যে এই সেরা পথ্যটি ব্যবহারের ফলে এজমা ভালো হয়ে গেলেও মাঝে মাঝে খাবেন। বিশেষভাবে শীতকালের শুরুতে ও মাঝে অবশ্যই কিছুদিন পথ্যটি নেবেন। কারণ শীতকালে এজমাতে আক্রান্ত হবার প্রবণতা বেশি থাকে। এতে করে আক্রান্ত হবার সম্ভাবনা বহুলাংশে কমে যাবে।

আরো পড়ুন:

পাইলস এর ঘরোয়া চিকিৎসা ও পাইলস প্রতিরোধের উপায়

হেপাটাইটিস বি এর লক্ষণ সমূহ ও হেপাটাইটিস বি হলে করনীয়  – আরো অনেক কিছু

Leave a Reply